English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ৫ গাড়ি

- Advertisements -

রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় পাঁচটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। তবে, এতে কেউ হতাহত হননি।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে মগবাজারের রাশমনো হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন, মগবাজার ওয়ারলেস গেট এলাকায় যানবাহনের চাপ ছিল। এ সময় মৌচাক থেকে মগবাজারমুখী বলাকা পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। ওই প্রাইভেট কার পাশের প্রাইভেট কার ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বিকট শব্দ হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি জব্দ করে হাতিরঝিল থানায় নিয়েছে পুলিশ।

এদিকে, মঙ্গলবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে ট্রাফিক পুলিশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন