English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

রাজধানীর বনশ্রীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisements -

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল সরদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টায় বনশ্রী ফরাজী হাসপাতাল এলাকায় রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। মৃতের ভাগ্নে সোহেল শেখ জানান, রাতে বিমানবন্দর থেকে  ডিউটি শেষে মোটরসাইকেলযোগে ডেমরা স্টাফ কোয়াটারের ভাড়া বাসা ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত সাইফুল সরদার গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সপ্তইল উত্তরপাড়া গ্রামের মো. আইয়ুব আলী সরদারের ছেলে। সাত বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ডেমরা স্টাফ কোয়ার্টারে পরিবারের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন