রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার রোডে দুই বাসের ধাক্কায় মাঝে পড়ে একজন স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মালেক (৫২)। তিনি ডেমরার হাজী মোহাম্মদ লাল মিয়া স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষক ছিলেন।
সোমবার এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষক আব্দুল মালেকের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে। ঢাকায় তাদের বাসা ডেমরার সারুলিয়ায়। আব্দুল মালেক দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, আব্দুল মালেকের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী ফরিদা বেগম বলেন, দুপুরে স্কুল থেকে বেরিয়ে অসুস্থ মায়ের ওষুধ আনতে যাচ্ছিলেন তিনি। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি থামানো বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময়ে আরেকটি বাস ওই থামানো বাসটির সামনে গিয়ে থামে। হঠাৎ আবার পেছনের দিকে গিয়ে থামানো বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি দু বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বনশ্রী ফরাজি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাতটা পয়ত্রিশ মিনিটে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানা পুলিশ জানায়, ওই বাসটি জব্দ ও চালক এবং হেলপারকে আটক করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন