রাজধানীর টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩০)। তবে ঠিক কিভাবে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত জাহিদুল রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরহাট গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের নাওজোর এলাকায় থাকতেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন