রাজধানীর গুলশানের শাহাজাদপুরে রাস্তা পাড় হতে গিয়ে পিকআপের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাড্ডার ক-২৩ নম্বর বাড়ির বাসিন্দা।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে সুবাস্তু নজর ভ্যালী টাওয়ারের বিপরীতে প্রগতি সরণী পাড় হওয়ার সময় অজ্ঞাত পিকআপ ভ্যান সাইফুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পিকআপ ভ্যান ও এর চালককে শনাক্ত করা যায়নি।