রাজধানীর গুলশানের নর্দায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।কাভার্ডভ্যান জব্দ চালক আটক। নিহত যুবকের নাম হৃদয় হোসেন(২০) পেশায় সে লেগুনার হেলপার ছিল। বৃহস্পতিবার(২৬নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনাটি ঘটে।
মৃতের দুলাভাই রুবেল জানান, হৃদয় এজেন্টের পত্রিকা ডেলেভারি দেওয়ার জন্য লেগুনার হেলপার হিসাবে কাজ করতো। ভোরে নর্দা বাসস্ট্যান্ড শামীম স্বরণী এলাকায় লেগুনার গ্যাস ফুরিয়ে গেলে তখন সিএনজি পাম্প এ গ্যাস আনতে যাওয়ার জন্য লেগুনার পাশে দাঁড়িয়েছিল।
তখন পিছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।পরে লেগুনার ড্রাইভার ইমরান তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সেখান থেকে মুগদা জেনারেল হাসপাতাল সেখান থেকে সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ মহিবুল্লাহ তিনি জানান, লেগুনার হেলপার হৃদয় নর্দায় লেগুনার গ্যাস ফুরিয়ে গেলে লেগুনা থেকে নেমে পাশে দাড়িয়ে ছিল, পিছন থেকে আসাএকটি কার্ভাট ব্যান তাকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হয়। পরে লেগুনা ড্রাইভার তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাভার্ডভ্যান টিকে জব্দ করা হয়েছে।চালক আটক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত হৃদয় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানারএকরামপুর গ্রামের জামাল হোসেনের ছেলে। বর্তমানে উত্তর মুগদা,আরব বেকারি গলিতে ৮৮ নাম্বার বাসায় পরিবারের সাথে থাকতো। চার বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল পঞ্চম।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন