রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম বাবার নাম দছিরুল হক।
আজ বুধবার বিকাল চারটায় কাকরাইল গোল চত্বর মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। গাড়ি নং ঢাকা মেট্রো ১৩-২৪৯৮
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রমনা থানার এসআই সিরাজুল। নিরাপদ নিউজকে তিনি জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম এর গ্রামের কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জাদুর চর পুর্ব পাড়া। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মৃত্য দেহ হস্তান্তর করা হবে।