রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাতপরিচয় (৬০) বছরের এক বৃদ্ধা ও আজমপুরে বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ (৩৫) নামে এক অটোচালক মারা গেছেন।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
মহিউদ্দিন বলেন, আজমপুর রেললাইনে পরিদর্শনের গ্যাংকারের ধাক্কায় গুরুতর আহত হয় আজিজ। পরে সেখান থেকে দক্ষিণখান থানা পুলিশ বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে আজিজকে মৃত ঘোষণা করেন।