নিহত দুইজন হলেন- তৃপ্তি পরিবহনের চালকের সহকারী আবুল কালাম ও মুসলিম মিয়া। তবে নিহত আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সৈয়দপুর থেকে ফিরে আসা সায়মুন পরিবহন এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুর গ্রামের তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের দুই হেলপার নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।