ময়মনসিংহের ফুলপুর মো. জুবায়েদ হোসেন বুলবুল (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় ময়মনসিংহস্থ খাগডহরে তার বাসায় ফেরার পথে পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ খাগডহরের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুদ্দীনের ছেলে।
ফুলপুর সোনালী ব্যাংকের ম্যানেজার মো, ফরিদুর রহমান বলেন, আমরা দুইজন একসাথে বের হয়েছি। পরে নিজেদের পৃথক পৃথক মোটরসাইকেলে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
খাগডহরে তার বাসায় ফেরার পথে রহমতপুরের আগে পাঁচ মাইল নামক স্থানে হঠাৎ একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।