ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেজুতি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল সেজুতি। বৃহস্পতিবার সে তার মায়ের সাথে প্রতিবেশী মৃত চাচিকে দেখে বাড়ি ফিরছিল। একপর্যায়ে পথে রিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যায় সেজুতি।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।