ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যান চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল নয়টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে সেনাবাহিনীর গাড়ি মহাসড়কের পাশে পড়ে ছয় সেনাসদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার আঠারদানা গ্রামের আবদুল হামিদ খানের স্ত্রী মুর্তুজা বেগম (৬০) ও তার নাতি একই উপজেলার খারুয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত(৪)।
আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন নানী-নাতি। এ সময় দুরন্ত গতিতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানচাপায় নানী-নাতি ঘটনাস্থলেই নিহত হয়। পরে, নানী নাতির মরদেহ পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে পরে যায়। এতে, কাউসার আহম্মেদ ও রেজাউল করিমসহ ছয় সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতের লাশ উদ্ধার করেন।