English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক খাদে, আহত ৩

- Advertisements -

ময়মনসিংহের ফুলপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। ফুলপুরস্থ  কাড়াহা বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে আজ সোমবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলপুরের আমুয়াকান্দা বাজারে ও শেরপুরস্থ নকলার নারায়ণখোলা বাজারে আলু সাপ্লাই দিতে আলুভর্তি ট্রাকটি বিক্রমপুর থেকে ছেড়ে আসে। ট্রাকের চালক ঘুমন্ত চোখে নিয়ন্ত্রণ হারিয়ে আলুভর্তি ট্রাকটি নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলপুর থানার এসআই মুকুল, কনস্টেবল মিনারুল ও পুলিশের গাড়ি চালক শহীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা  জানান, ট্রাকটি খোলা জায়গায় খাদে পড়েছে। কোন খুঁটির সাথে আঘাতপ্রাপ্ত হয়নি। ফলে চালক, হেলপার ও কর্মচারীদের কেউই গুরুতর আহত হননি।

ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। এখন খাদ থেকে ট্রাকটি উঠানোর চেষ্টা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন