ময়মনসিংহের ফুলপুরে আমুয়াকান্দা টু রামভদ্রপুর পাকা সড়কটি ভেঙে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটছে। রবিবার রাত ১০টার দিকে পয়ারী চৌধুরী বাড়ি সংলগ্ন সড়কে খাদে পড়ে একটি ধান বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। এতে চালক ও হেলপার আহত হন।
স্থানীয়রা জানায়, নকলার চন্দ্রকোণা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম রামভদ্রপুর বাজার থেকে ধান কিনে নেত্রকোনায় একটি রাইস মিলে সাপ্লাই দিচ্ছিলেন। পরে পথে পয়ারী চৌধুরী বাড়ির সামনে এসে সড়ক ভাঙা থাকার কারণে ট্রাকটি খাদে পড়ে ধানসহ পুকুরে উল্টে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার আহত হন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, পাকা সড়কের দুই পাশেই পাড় না রেখে পুকুর খনন করায় প্রায়ই এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, আমরা কয়েকবার ইস্টিমেট পাঠিয়েছি। কিন্তু কাজ হয়নি। আবারও ইস্টিমেট রেডি করতেছি, পাঠাবো।