ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি খোলা পিকআপ ভ্যান উল্টে গিয়ে ১৩ কিশোর আহত হয়েছে। তারা ওই পিকআপ ভ্যানে করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ময়মনসিংহ শহরে ঘুরতে যাচ্ছিল। এ সময় কিশোরেরা উচ্চ শব্দে গান বাজিয়ে তার সঙ্গে নাচানাচি করছিল।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ১৩ কিশোরকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবপুর এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে পিকআপ ভ্যানটি উল্টে যাওয়ার পর তাঁরা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত কিশোরদের উদ্ধার করেন।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় আহত কিশোরেরা হলো রেজাউল মিয়া (১৫), মো. হুমায়ন কবির (১৮), শাহীন (১৭), অপু মিয়া (১৭), আশিক (১৭), শাকিল (১৫), আবু রায়হান (১৭), আবু সাইদ (২০), জাকারিয়া (১৬), নূর ইসলাম (১৮), রুবেল (২০), কামরুল ইসলাম (২০) ও ইটনু মিয়া (১৭)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, পিকআপটিতে ২৫ থেকে ৩০ জন কিশোর ছিল। তারা উদ্দাম নাচানাচি করার কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ উল্টে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় পড়ে যায়। এতে ৪৩ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়েছিল।