সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ রোববার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-সিলেট রেল রুটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে রেললাইনে ক্রসিং করতে যাওয়ার সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ধাক্কা খায় একটি নোহা গাড়ি। এতে এক শিশুসহ ৩ জন নিহত হন।
আহত হয়েছেন অন্তত ৫ জন। হতাহতদের নাম-পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে তারা সিলেটের গোলাপগঞ্জ থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুলাউড়া যাচ্ছিলেন বলে জানা যায়।