মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ আহত হয়েছেন দুইজন, শয্যাপাশে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (৪ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় বড়লেখা উপজেলার দাসেরবাজারে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরবর্তীতে আহতদের উন্নত চিকিৎসার জন্য বড়লেখা হলি লাইফ (প্রাঃ) হসপিটালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন বড়লেখা নিজবাহাদুর ইউনিয়নের মাইজগ্রামের জহির হোসেন মুন্না ও আবু ফারহান সজিব।
আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে তাৎক্ষণিক বড়লেখা হলি লাইফ হসপিটালে ছুটে যান নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম সহ প্রমূখ।
এসময় নিসচা বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন ও শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোজঁ খবর নেন। তার পাশাপাশি নিসচা নেতৃবৃন্দরা দুর্ঘটনার কারণ সহ সার্বিক তথ্য সংগ্রহ করেন। এছাড়াও সুধী শুভাকাঙ্ক্ষীদের নিকট তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানান নিসচা নেতৃবৃন্দরা।