যশোরের শার্শায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেল চালক তার স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।