English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

মানিকগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- Advertisements -

মানিকগঞ্জের শিবালয়ে মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিংগাইর উপজেলার বাস্তা এলাকার মৃত মুনছের আলীর ছেলে মুকছেদ আলী (৪০) এবং ঘিওর উপজেলার পাটাইকোনা এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে বাদশা মিয়া (৪২)।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাদশা মিয়া নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরেক আরোহী মুকছেদ আলীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জাকির হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন