মাদারীপুরের রাজৈরে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথমে আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুই জন মারা যান এবং আরেক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহতরা হলেন, উপজেলার দারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), একই গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও মাচচর গ্রামের লিকু ফরাজীর ছেলে শাকিল ফরাজী (১৮)।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি জানান, তিন জন একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সেখানে শাহিন ও অনিককে মৃত ঘোষণা করে এবং শাকিলকে ঢাকা পাঠায়। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন