যশোর-মাগুরা সড়কের টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অফিস এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মিছরুল হক (৫০) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছে।
নিহত মিছরুল হক মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দহর সিংড়া গ্রামের নুরুল হকের ছেলে। একটি ওষুধ কম্পানিতে বিপণন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন নিহত মিছরুল হক।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মিছরুল হক সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের কলেজ পাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের অদূরে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।