রাজধানীর কাকরাইলে মাইক্রো বাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন নবী হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।