আলমগীর হোসেন,দাউদকান্দি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি ধীতপুর এলাকায় যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াই টায় মহাসড়কের ধীতপুর এলাকা এ তিনটি গাড়ির দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর প্রেরন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একুশে পরিবহনের যাত্রীবাহী বাস প্রথমে ধাক্কা দেয় এবং পিছন থেকে অপর একটি প্রাইভেটকার এসে ধাক্কা দেয় বাসকে। এতে সড়কের ডানপাশে খাদে কাভার্ডভ্যান এবং বামপাশে যাত্রীবাহী বাস পড়ে যায়। দূর্ঘটনা কবলিত বাস, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।