নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারদিন বয়সী এক নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার নবজাতকের মা-বাবা ও খালাসহ আরো তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার সংলগ্ন বসুরহাট-চাপরাশিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নবজাতক শিশুটি সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের একরাম হোসেনের শিশু ছেলে ছিল।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের বসুরহাট উপশম হাসপাতালে চারদিন আগে ওই শিশুটির জন্ম হয়। শুক্রবার দুপুরের দিকে নবজাতক শিশু নিয়ে মা-বাবা সিএনজি যোগে বাড়ি ফেরার পথে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় ওই নবজাতক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময়ে নিহত শিশুটির মা বাবা ও খালা আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনার শিকার সিএনজি দুটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ঘাতক সিএনজি চালকরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।