নাসিম রুমি: ভোট দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চলচ্চিত্র পরিবেশক এমএম মনজুর রহমানের। শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রযোজক খোরশেদ আলম খসরুর টিওটি ফিল্মস, শাকিব খানের এসকে ফিল্মস, বেঙ্গল মাল্টিমিডিয়াসহ বেশকিছু প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র মুক্তির সময় পরিবেশনা করতেন মনজুর রহমান। সর্বশেষ ‘গলুই’, ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘প্রিয়তমা’ সিনেমাগুলো পরিবেশনা করেছিলেন তিনি।
খোরশেদ আলম খসরু বলেন, ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। ভোর রাতে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পটুয়াখালীর দশমিনা উপজেলায় শনিবার আসরের নামাজের পর মনজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।