ভৈরবে সেতুর উপরে হেলিয়ে দুলিয়ে মোটরসাইকেল চালানোর সময় ১৫ বছর বসয়ী এক কিশোর নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী আরো দুই কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত কিশোরের নাম মো: আল আমিন। তার বাড়ি ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের সাব বাড়ির চুন্নু মিয়ার পুত্র। আহত অপর দুই কিশোরের নাম জানা যায়নি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব কুলিয়ারচর সংযোগস্থল কালি নদীর উপর নির্মিত প্রয়াত রাস্ট্রপতি জিল্লুর রহমান সেতুর উপর এ ঘটনা ঘটে।
জানাজায়, আজ সকালে সেতুর উপর অতিরিক্ত গতিতে মোটরসাইকেল নিয়ে হেলিয়ে দুলিয়ে চালানোর সময় স্লিপ কেটে ছিটকে পড়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আল আমিন মারা যান এবং পিছনে থাকা মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে আহতদেরকে বাজিতপুরে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।