কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় শেফালী (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেফালী ওই ইউনিয়নের চণ্ডিপুর পশ্চিমপাড়া গ্রামের আরশেদ আলী ও রেহেনা খাতুনের ছোট মেয়ে।
বাবা আরশেদ আলী বলেন, সকালে মা রেহেনার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শেফালী। এ সময় একটি বেপরোয়া গতিতে আসা একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় আমার মেয়ে। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।