নওগাঁর ধামইরহাটে ভটভটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটি চালকের ছেলে নিহত হন। সাইকেল আরোহী জাহানপুর এস সি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নানাইচ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে জয়পুরহাটের ধোপেরহাটে গরু আনার জন্য একটি ভটভটি নানাইচ সড়ক এলাকায় পৌঁছলে বেগুনবাড়ি থেকে আসা সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় ভটভটিটি রাস্তার ধারে হেলে পড়ায় ইঞ্জিন থেকে গরম পানি চালকের ছেলের শরীরে পড়ে। তখন তিনি গুরুতর আহত হন। পরে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। চালক ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জাহানপুর এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ জানান, আহত শিক্ষার্থী ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসাধীন আছেন।
ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।