তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকায় মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রব (৩০) নামের সাবেক ছাত্রনেতা নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় আব্দুর রব বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পৌরশহরের পানিধার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউনিয়নের শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছোট ছেলে। তিনি বড়লেখা হাজিগঞ্জ বাজারের লিবাছ ফ্যাশনের স্বত্বাধিকারীসহ আরোও ব্যবসার সাথে জড়িত ছিলেন। আব্দুর রবের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক যুবক নিহত হয়েছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।