ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ এলাকায় রবিবার বিকেলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো আটজন যাত্রী। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে বাসের এক যাত্রী নিহত ও আট যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন