ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী ইয়াসমিন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিতাস ব্রিজ সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলী ইয়াসমিন আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের আব্দুল হাশিমের স্ত্রী।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থেকে লাভলী ইয়াসমিন আখাউড়ার দুর্গাপুরে তার বাবার বাড়িতে আসেন। বুধবার বিকেলে লাভলী ইয়াসমিনসহ তিনজন তিতাস ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে ঘুরতে যান। সেখানে ঘোরাঘুরি শেষে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, তিতাস ব্রিজ সংলগ্ন ঢাকা-সিলট রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।