ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া নসিমনের চাপায় তাসিন মোল্যা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নসিমন চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আটক নসিমন চালকের নাম আরজান সিকদার (৩০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে।
চতুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তারেক হোসেন জানান, সন্ধ্যার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যার বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছিল শিশু তাসিন। এ সময় ওই সড়ক দিয়ে বেপরোয়াভাবে যাওয়া নসিমন শিশু তাসিনকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়রা নসিমন চালক আরজান সিকদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন