নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হয়েছেন আবদুল হাই প্রকাশ সাধু (৬০) নামে এক ভ্যানগাড়ি চালক।
শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ট্রাক চালককে আটক করেছে।
আটক ট্রাক চালকের নাম মো. জামাল (৪৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হাটখোলা এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
নিহত আবদুল হাই প্রকাশ সাধু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল তিদিরপুর এলাকার আবদুল ছমেদের ছেলে। তিনি কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় আবদুল হাই প্রকাশ সাধু নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান বলেন, নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।