দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘনায় হরিপুরের ইউএনও আহত হয়।
জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান সেলীমকে ২২ জুন বিকালে বিদায়ী জানাতে হরিপুর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল করিম সহ কয়েকজন অফিসার ঠাকুরগাঁও সিমান্ত পার করে দিয়ে ফিরার পথে অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন মর্মান্তিক ভাবে আহত হয়েছেন বলে স্থানিয়রা জানায়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ঘটনাস্থলে পৌচে হাইওয়ে পুলিশের সার্জেন্ট বকুল রানী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে নিজ নিজ এলাকায় প্রেরন করেন।