সিলেটের বিয়ানীবাজারে বালু বোঝাই ট্রাকের চাকায় পৃ’ষ্ট হয়ে শিবলু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। নিহত যুবক দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।
দুর্ঘটনায় বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট মোটরসাইকেল আরোহী যুবকের শরীর ছিন্নভিন্ন ও দ্বি’খ’ণ্ডিত হয়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লা’শ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় আসে। থানা পুলিশ বলছে, এ ব্যাপারে আইনী প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।