হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন। বাহুবলের কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সেলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে শ্রীমঙ্গল-মিরপুর সড়কের রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাতগাঁও চা বাগানের কামারপাড়ার মৃত সনোহা কর্মকারের ছেলে জিপচালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের ছেলে মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাংয়ের স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু।
সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলে নিহত ২
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন