মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর নামক এলাকায় বাসের ধাক্কায় এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন। তার নাম শাহ-আলম। তিনি উপজেলার পৌরসভার আঙ্গারিয়া ব্যাপারিপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে। এ ঘটনায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সিংগাইর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কিটিংচর নামক স্থানে ঢাকাগামী শুকতারা পরিবহনের যাত্রীবাহী একটি বাস অপরদিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহ আলম নিহত হন। এসময় আরও ১৫ জন আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।