নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কে বাসচাপায় সিএনজি চালক মহিউদ্দিন (৪০) ও তার বন্ধু কামাল (৪৫) নিহত হয়েছেন।
নিহত মহিউদ্দিন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে এবং কামাল উদ্দিন একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস সোনাপুর থেকে ফেনী যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে বেগমগঞ্জে একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে আসার সময় বাসচাপায় ঘটনাস্থলেই মহিউদ্দিন নিহত হয়। এ সময় কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার কথা জানিয়ে বলেন বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন