মোত্তাকিম ধুনট দারুল উলুম ক্বওমী মাদসার শিশু শ্রেণির শিক্ষার্থী। সে সুলতানহাটা গ্রামের অটোভ্যানচালক শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম অন্যদিনের ন্যায় রবিবার সকালে ছেলেকে নিজের অটোভ্যানে মাদরাসায় পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় আনারপুর মোড়ে পৌঁছলে অপরদিক থেকে আসা অন্য একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুলের ভ্যানে ধাক্কা দেয়। পরে মোত্তাকিম ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোত্তাকিমকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।