বাগেরহাটের শরণখোলা উপজেলায় সড়কে ইজিবাইকের ধাক্কায় রিয়া মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকালে সাউনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কদমতলা শরিফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিয়া মনি কদমতলা গ্রামের বেল্লাল হাওলাদারের মেয়ে। তার বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ভারতে বসবাস করেন।
শরণখোলা থানার ভারপ্রাপত কমৃকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মৃত শিশুটির বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ভারতে বসবাস করায় সে উপজেলার বকুলতলা গ্রামে নানা শহিদুল হাওলাদারের বাড়িতে থাকতো। সকালে সে নানা-নানির সাথে কদমতলা গ্রামে আত্মীয়র বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসে।
দুপুরে শিশুটি ওই বাড়ির সামনে থেকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এলাকাবাসী ইজিবাইকসহ চালক দক্ষিণ কদমতলা গ্রামের আবুল আকনের ছেলে বেল্লাল আকনকে আটক করেছে।