English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

- Advertisements -

ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আশার চরসংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার ২০ ঘণ্টা পর আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পায়রা-বিষখালী-বলেশ্বর মোহনায় ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ দেখতে পান জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ট্রলার এফবি আল্লাহর দান ডুবে যায়। নৌযানটিতে ১১ জন জেলে ছিলেন বলে জানা যায়। তাঁদের আটজনকে গতকাল উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

যে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর হলেন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার পরই সমিতির পক্ষ থেকে নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়। নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ‘তিন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। তবে উদ্ধারের বিষয়টি এখনও কেউ জানায়নি। ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন