ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনায় ৩জন নিহত । এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ৮ জন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসেরএকটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে আসা কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর ১ জন ও পরে চিকিৎসাধীন অবস্থার আরো ১ জনের মৃত্যু হয়। আরো একজনের অবস্থাও গুরুতর।