বগুড়ায় বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টায় জেলা শহরের স্টেশন রোড এলাকায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
বগুড়া সদর থানার এসআই শরিফুল জানান, সকাল সোয়া ৬টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে নিহতের মাথা এবং মুখ বিকৃত হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে চিনতে পারেনি। এছাড়া নিহতের পরনে সাদা চেক শার্ট, কপি রং এর প্যান্ট পায়ে রানিং কেডস ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।