বগুড়ায় ইট বোঝাই ট্রলির চাপায় চালকের মৃত্যু। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় পড়ে মাফিজুর রহমান সুজন (৩২) নামের চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ ফাঁসিতলা সড়কে কুপা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রলিতে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল সুজন। পথিমধ্যে উপজেলার কুপা স্থানে পৌঁছালে ট্রলির চ্যাসিস ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির নিচে পড়ে যান চালক সুজন। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপম সুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।