English

21 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

- Advertisements -

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় মারা গেছেন এক অজ্ঞাতপরিচয় নারী। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে একইদিন ভোররাতে পৌরশহরের হাজীপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই অজ্ঞাতপরিচয় নারী (৩২) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনামও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সম্ভবত দুর্ঘটনায় নিহত নারী পাগল টাইপের ছিলেন। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে লাশটি হাসপাতাল মর্গে রয়েছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন