বগুড়ার শেরপুরে বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রি-মুখী সংঘর্ষে জেলা বিএনপির নেতা হেনাসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, রবিবার রাতে বগুড়া থেকে বিএনপির একটি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত সু- চিকিৎসার দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় শেরপুর থানা রোড অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে এরপর ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।
ত্রি-মুখী এই সংঘর্ষের ঘটনায় আহত হয়, বগুড়া সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা আলী আজগর তালুকদার হেনা, সোনাতলা বিএনপির নেতা ও বগুড়া জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ,এ, কে,এম আহসানুল তৈয়ব জাকির, গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম হেলাল, শাজাহানপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, ধুনট এর সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, সারিয়াকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডল, আদমদিঘীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিদ তালুকদার, নন্দিগ্রাম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম।
এসময় তাদের বহনকৃত মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়।