বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আসাদুজ্জামান লিমন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। লিমন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তার বাবা নওগাঁ জেলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। বর্তমানে শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়ীয়া উত্তরপাড়া সেনাপল্লীতে বসতবাড়ী নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করেন। লিমন ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন মারা যান।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে লিমন মোটরসাইকেল নিয়ে উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বি-ব্লক পেট্রল পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় গুরুতর আহত অবস্থায় লিমনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হাইওয়ে পুলিশকে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।