English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বগুড়ার চন্ডিহারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

- Advertisements -

রবিবার (১ই আগস্ট) বগুড়ার চন্ডিহারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও মেয়ে। নিহতরা হলেন সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম(৪০) এবং তাদের মেয়ে আফরিন(১৭)।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জের চন্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলতাব হোসেন গুরুতর আহত হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম।

পুলিশ জানান, আলতাব হোসেন তার স্ত্রী ও মেয়েকে মোটরসাইকেল করে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। চন্ডিহারা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই স্ত্রী মিনু বেগম ও মেয়ে আফরিন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন