English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলসহ বাসের নিচে দুই বন্ধু!

- Advertisements -

বগুড়ার কাহালুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু থানার শেখাহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- কাহালু থানার পিলকুঞ্জ তিনদিঘী গ্রামের ধলু প্রাং এর ছেলে আজমল হোসেন (২৬) ও বগুড়া সদরের ঘোড়াধাপ গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৮)।

জানা গেছে, আজমল ও শাহিনুর একে অপরের বন্ধু। আজমল মোটরসাইকেল মেরামতের কাজের পাশাপাশি পুরাতন মোটরসাইকেল বেচাকেনার কাজ করেন। শুক্রবার বিকেলে পুরাতন মোটরসাইকেল কেনার জন্য দুই বন্ধু দুপচাঁচিয়া যাচ্ছিলেন। পথে শেখাহার করিম পেট্রল পাম্পের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী বিআরটিসি’র একটি বাসের সঙ্গে সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলসহ দুজন বাসের নিচে চাপা পড়েন।

ঘটনাস্থলে চালক আজমল মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহীনুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি পালিয়ে গেছে। মোটরসাইকেল চালক আজমল হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন