বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নাসিম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায়। নিহত নাসিম শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার লিটনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছাত্র নাসিম মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক নাসিমের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় নাসিম।
কৈগাড়ী পুলিশ ফঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানিয়েছেন, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।